এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শান্তা কর রায়




কবিতা



পক্ষপাঠ

আয়না যেন অনন্ত এক শব্দ আকর
মুখ দেখে নেয় নীলবিবরে মৌসুমিরাত
দৌড়ে তুমি ছুঁয়ে দেখো কবির বাড়ি
দৃপ্ত মুখে পাটাতনে চলছে মিছিল।

স্বপ্ন নিয়ে কবি জানি একাই মিছিল
একাই তিনি জাগিয়ে রাখেন নদীর টানে
রমণীয় শিশির যেন জমা হীরে
ভিতর থেকে বাইরে ওড়ে পানসি ঘুড়ি।

জেগে ওঠা রক্ত তখন কোঁচকানো মেঘ
খরার সময় জানলা বিলাস সাজিয়ে রাখে
পসরা যেন সামিয়ানা সুতোয় আঁকা
ঝুলছি আমি, ঝুলছ তুমি, সময় আকাশ।

হাত বাড়ালে পালিয়ে যাবে পাখির মতন
জলের কাছে চাঁদমাখা গাছ গল্প বলে
ছায়ায় ছায়ায় হারিয়ে গেছি পক্ষপাঠে
মুখ দেখা যায় নদীর নিচে ভুবনমাঠে ।



পাণ্ডুলিপি

আমার কবিতা মন ছুঁয়েছে বলেছিলেন
                      প্রাপ্তি যেন অনন্তঋণ
সোজাপথে চলেন তিনি নির্বাসনে
পথের বাঁকে তাই যতঋণ পাতায় পাতায়
দীর্ঘ জীবন ছুঁয়ে আছে অভিজ্ঞতা
পালের হাওয়ায় হাল ধরেছে নীরবতা ।

অশ্বারোহী ছোটেন যখন ঊর্ধ্বপানে
সোনার বাঁশি ছুঁয়ে দেখেন অলসতায়
সুর ভরে যায় অমনি ছোঁয়া হাওয়ার তালে
ফিরে গিয়ে লেখেন আবার প্রবণতায়।

বৃষ্টিহীনে ভেজার আড়াল লুকিয়ে রেখে
চোখের রেখায় অবয়বে উজ্জ্বলতা
অকারণে ভিজতে থাকে সারাদুপুর
ভাসানো এক ধুকপুকি রাত বিশালতা।

শব্দরূপ -শান্তা কর রায়




****

No comments:

Post a Comment