এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

আরিফুর রহমান



কবিতা




উচ্ছেদ

প্লট ছেড়ে
রাস্তায় দাঁড়িয়ে গেল রেডি ফ্ল্যাট
যেন বা লোকাল ট্রেনের ভিড়ে-
যুবতির পাশে উঠতি যুবক

উন্নয়নের মহাসড়কে উঠেছে দেশ

অতঃপর, হাতুড়ি শাবল বুল্ডোজার...
'অল রাবিশ্'।



পরকালে

বড়ো মায়া হয়...

আমার ঝুপরিতে
কর্পোরেশনের গাড়ি তুলে দেয়া লোকগুলো
এক বিঘত সূর্য মাথায় দাঁড়িয়ে।
টগবগে ঘিলুর জোরে-
জুটবে কি সনদ ডান হাতে?

আরশের ছায়াতল থেকে সত্যি
ওদের জন্য
আমার বড়ো মায়া হয়!



প্যারোল

আমলকী পাতায় ক'ফোঁটা রাত ঘুমিয়ে ছিল। সূর্যফুল ফোটার শব্দে জেগে উঠে ঝরে গেল - শিশির। পাতা ঝরার গানে ছিল যুবকের নাম। রাজবন্দি। কুবের, আয় বাবা আয়।

বারান্দায় ভাঁড় ভরা দুধপুলি ছিল। উঠোন ভরা জ্যোৎস্না। সব চেটে পুটে খেয়ে গেছে বেহেড মাতাল। বুড়িমা কিছুই বলেনি। কতোদিন ছেলেটা বাড়ি ফেরে না, তা-ই অভিযোগের সুরে বলছিল। রাতভর। থেমেছে ভোরে। যমদূতের বিদায়ের ঠিক আগে।

বাড়ি ফিরছে যুবক। স্কয়ার ফুট জীবন থেকে মুক্তি। তার হাত-পা বাঁধা নেই আপাতত

****


আরিফুর রহমান
কবি পরিচিতিঃ
বাংলাদেশের জামালপুর জেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্ম।
শূন্য দশকের কবি। পেশায় শিক্ষক।

No comments:

Post a Comment