কবিতা
আঙুলের নিমন্ত্রন
রডে ঢুকে পরা শিহরিত অর্কিড।
নির্বিকার খাচ্ছে দাঁতের কামড়ে,
ফাটলের বিশালতা, কীটের লোম পেতে শুয়ে।
মাটির থালাটি, যেখানে দেবতা আসে নেমে
আড়ালের ঘুম জলের চাদরে, ঐ দিকে
ছিলো ফুটো, এখন কুয়াশায় ঢাকা।
শেফালীর রক্তের মতোন গোধুলি, শিশু।
তুমি টুকরো করো। দশ আঙুলের নিমন্ত্রনে
নৈসর্গিক নুন
নৈসর্গিক নুন মৃত, অথবা তন্দ্রাহীন।
তোমাকে দেখি কার্পাস তুলোর লোভে।
উদরাময়, মনে পরে কেঁপে ওঠা।
ফলের বাগানে ট্রাম যাচ্ছিলো। হে ঈশ্বর
নিজে খুঁজছো বাতাস বাড়ি। ভাসমান
চৈতী হাঁস এতোদিনে গন্ধ ভরা।
দুধ টুকু উতলে যায় ছাতার নীচে ।
আর ও বহু।
স্মৃতি রায় |
No comments:
Post a Comment