এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শ্রেয়ণ



কবিতা



নিদিধ্যাসন

পরোক্ষভাবে আমরা সকলেই
জিনের মধ্যে কার্বোলিক অ্যাসিড পুষে রাখি
আমাদের তালাচাবিগুলো
ক্রমাগত নাম পালটে
সুগন্ধী বাষ্পে ভর্তি মন্দির আর মসজিদ

গোপনে
বিরক্তির কথা ভাসিয়ে দেব কুয়োতে
যুদ্ধগুলো তবুও অলীক
ভক্তরা এখন দুষ্টু দুষ্টু গান শুনছে
চলো আমরা বরং
রঙিন বোতলে উন্নয়নের ছিবড়েগুলো
হয়তো কয়েকটা নিমডালও ছিল এখানে

(৪ মার্চ ২০১৮, বিকেল ৫.৪৮)




পিস হাভেন

তথ্য বিক্রি করতে মুরোদ লাগে
যত তাড়াতাড়ি পচবে সাবানগুলো
ওই যে কিডনির সমস্যা

আজ থেকে তিন বছর আগের কথা
ধর্না কখনও জীবন্ত হয় না এদেশে

এটা শুধু গল্পকে হত্যা করা নয়,
আগের নাম্বারগুলো সক্রিয় হয়ে উঠেছে
চলো, মরুভূমিতেও হেঁটে আসি
নইলে অবসরের চিঠি এসে যাবে


(৬ এপ্রিল ২০১৮, দুপুর ১.১৯)


*****

No comments:

Post a Comment