এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুস্মিতা পাল



কবিতা




অরুণিমার খুশির ফ্রেম

অরুণিমার চুলের জটে লেগে থাকে ব্যর্থতা,
অর্থকৃচ্ছতা ভর করে তার পায়ের আঙুল আর চোখের পাতায়,
তার সব আকাশচুম্বী স্বপ্নেরা বালিরূপে মেঝেতে লুটোয়।

তার আসমানি ওড়নায় কষ্টঘোলা জলের ছোপ,
আকাশের রামধনুও তার চোখে রং হারিয়ে আজ বিবর্ণ,
তার ফ্যাকাসে ঘোলাটে চোখে শতজন্মের অভিশপ্ত অভিশাপ।

ক্ষুধামান্দ্যতা তার বাধ্যতামোড়া অসুখ,
পেটও আজ সায় দিয়েছে অসুস্থতার ডাকে,
দুর্ভাগ্য রোজ রুটিনমাফিক তার চালায় বসে রোদ পোয়ায়।

দেওয়ালের আলগা পেরেকে লটকে থাকে খুশির ফ্রেম,
তার শরীরে নোংরা থাকলেও প্রিয় ফ্রেমে জমতে পায়না ঝুল,
গতবছর মহামারিতে হারানো স্বামীকে পরিস্কার করা আজ অরুণিমার রোজকার রুটিন।





অভিশপ্ত মোড়

খেয়ালি শ্রাবণ ভিজিয়েছিল বালিশ
তারই চিরায়িত ছাপ ফুটে আছে আজও
বিচ্ছেদ জয়ন্তী পালন করবে সময়, হয়তো।

দমকা প্রেম বাঁক নিয়েছিলো সেদিন চৌরাস্তার মোড়ে
সেই বেগে আমি বালি হয়েছি ও চোখে
কুন্ঠা জড়ানো বিশ্বাস গলে পড়েছিল মাটিতে।

ছিটেফোঁটা ঘৃণা আর মরচে ধরা ভরসা
গোটা গা’য় ফেলেছিল ফোঁসকা
মোড় থেকে বাঁক নেওয়ার এল ডিক্রিজারি।

নিলাম হওয়া এক পসলা আত্মসম্মান কুড়িয়ে
প্রগাঢ় যন্ত্রণা সারা গায়ে মেখে
ভগ্নস্তুপ কুড়িয়ে ফিরলেম বাড়ি।


সুস্মিতা পাল

No comments:

Post a Comment