এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পারমিতা ঘোষ



কবিতা




অন্য বসন্ত

একুশ হাজার সিঁড়ি পের ক'রে
নিষ্পৃহ আমি দাঁড়িয়ে একা।

পলাশ রাঙা জগতে তখন
প্রেমের হাতছানি।
আবির রঙে ভাসছে জগত-

বসন্তের প্রখরতায় দগ্ধ মনুষ্যত্ব।
কোলশূন‍্য মায়ের আর্তনাদ
প্রতিধ্বনিত হচ্ছে আকাশে।

দ্বিধান্বিত মন।
প্রেম আর প্রেমহীণতার
যুদ্ধে জর্জরিত।
আলো নয় অন্ধকার নয় হয়েছে শূন্য এ মন।

ক্রমশঃ বাড়তে থাকা,
বৃহত্তর অনুভবের পরিধি
গ্রাস করে আমাকে;
উপেক্ষা-অপেক্ষা 'র বালিঘড়িতে
জয়ী হয় প্রেম।

একুশটা বসন্ত পার হয়ে গেছে,
আরোও একশো বসন্তের প্রতীক্ষা।।






মনের কথা

সম বলেছিল, মনখারাপের রঙ আছে।
গাঢ়, ফ্যাকাশে, ধুলোটে-
আরোও বলেছিল,একটা সময়
ঐ রঙে ছেয়ে যাবে চারপাশ।

স্বর বলেছিল, মনখারাপের নাকী
গন্ধ আছে; ঐ ছাতিমপাতার মতো,
নাকে এসে ঠেকলেই
বুঝবি, মন সারাতে হবে।

কে যেন বলেছিল, আওয়াজ আছে তার,
পোষা বেড়ালের মিউ মিউ কিম্বা
টুনটুনির ডানা ঝাপটানো
কিম্বা কাঁচের চুরির টুংটাং ও হতে পারে।

দাদা বলে, কাঠঠোকরা ঠোকোর মারে কেবল।
অনবরত ঠুকরে ঠুকরে গর্ত করে মনের ভিতর,
যেন মস্ত তিমি গিলে ফেলে আর
ধাক্কা দিয়ে ফেলে দেয় ঐ খাদটায়।

আমি বলি, মনখারাপ বাষ্পের মতো,
আবছা আর জ্বলীয়।
কুয়াশা কাটতে সময় লাগে ঠিকই
তবে রোদের আলো অবশ্যই আসে।



পারমিতা ঘোষ

স্নাতকোত্তর, প্রথম বর্ষ
গণিত বিভাগ
শিক্ষাভবন
বিশ্বভারতী
শান্তিনিকেতন।


No comments:

Post a Comment