কবিতা
ক্ষত
নিহত গোলাপও জানে ব্যথাটা ব্যক্তিগত
তবু ফোটে ফুল
সুন্দর সু-বাসে
বহন করে যায় নীরবে
যত হয় ক্ষত।
স্ফুলিঙ্গ
স্রোতস্বিনী খেয়ালী বন্যায়
যে জোয়ার আসে
তার তরঙ্গে লুকিয়ে থাকে
এক স্ফুলিঙ্গ।
কান্না
চোখে যে সমুদ্র আছে
তার বালিয়াড়ি ধরে প্রতিমুহূর্তে
হেঁটে যাই।
অসতর্ক মুহূর্তে লিখে রাখি
কান্না'র গান।
জীবন
মুখোশ দেখলুম, মানুষ দেখলুম
ছায়া দেখলুম।
হিংসা, ঘৃণা, অবজ্ঞা দেখলুম।
সময়ের স্রোতে সবকিছু হারিয়ে যাওয়া দেখলুম।
অবশেষে জীবন'কেই ভালবাসলুম।
****
ভালো লাগলো কবিতা।
ReplyDelete