এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোমের কৌমুদী



কবিতা





অভিসার

মেঘের চাদর বিদীর্ণ করে প্রকৃতির বুকে
আলোর জাল বিছানো চাঁদটার
নিরন্তর চেষ্টা মেঘের আড়ালেই হারিয়ে যাবার।
কোন একটা ব্যস্ত সড়কের উপর নির্জনতায়
বৃন্ত হারা পত্রের হামাগুড়ি দিয়ে এগিয়ে চলা
কোলাহলপূর্ণ প্রাণের অস্তিত্ব খোঁজার নিদারুণ চেষ্টা।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কুকুরের হৃদয়িক আর্তনাদ
প্রকৃতির চিত্রপটে এঁকে যায় অনবরত শৈলিক রেখায়
সুরম্য ফ্ল্যাট রুমের যুবক যুবতীর সাথে প্রকৃতির হয় অভিসার |




সংলাপ

প্রতিদিন বীভৎস অভিনয়ের মধ্য দিয়ে চলছে জীবন
ক্লান্তি নেই, আনন্দ নেই, তৃপ্তি থাক বা না থাক
অদৃশ্য ক্যামেরার সামনে দাঁড়াতেই হয়
জীবনের গায়ে জীবন নামক প্রলেপ সেঁটে সাজাতে জীবন।
রাস্তার বাঁকের কুকুরের হৃদয়িক আর্তনাদ
সম্বিৎ ফিরে আনে পার্শ্ব অভিনয় শিল্পীর মাঝে,
বিতৃষ্ণা জড়ানো হাসিমুখে ব্যস্ত হয় নিজেকে গোছাতে
এখন যে সময় ঘরে ফিরে সংলাপ মুখস্থ করতে


সোমের কৌমুদী
বাংলাদেশ


No comments:

Post a Comment