এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ভজন দত্ত



কবিতা



সেল্ফির কবিতা

তার সঙ্গে দেখা হলে
তেমন কোনো ক্লিকে সেল্ফি হবে না

কেন হবে!
জানাই তো
এখানে বিনা পাশওয়ার্ডের
কোনো ওয়াইফাই নেই

তুমি চাইলেই তাই লগ ইন
বা লগ আউটের খেলা হবে না না না

সব লকলকানি বন্ধ সোনা

লুকলুকানি বা হুসহুস খেলা হোক

লম্বা কুউউউউউউউ দিয়ে
কানখাড়া রেখে ঘাপটি মেরে থাকা
এই বেশ ভালো

সেল্ফি-টেল্ফি নাইবা হলো...



নয় কান্ডের পর

তব্বে! কী দাঁড়ালো?
নয়কান্ড জগদ্রামী রামায়ণ পড়ার পর

না কী দাঁড়ালো না?

হুঁ হুঁ বাওয়া,অশ্বমেধের ঘোড়া

দাঁড় করিয়েছো কি অমনি

পেঁদানি দেওয়ার জন্য বরকন্দাজ রেডি
পুরো রেডিওলোজী কেস

শোকেসের বাইরে দাঁড়িয়ে দেখি
দন্ডায়মান স্বয়ম্ভূ ঈশ্বরী...


ভজন দত্ত
২৫২, স্কুলডাঙা, বাঁকুড়া, ৭২২১০১


5 comments:

  1. সেলফি ও নয়কাণ্ড দুইই চমৎকার।

    ReplyDelete
  2. বেশ ভালো লাগলো

    ReplyDelete
  3. পাঠকদের জানাই শ্রদ্ধা

    ReplyDelete