এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনিন্দিতা চৌধুরী




কবিতা




ঈশ্বরের তৃণভূমিতে মৃত্যু শয্যায় পৃথিবী

ঈশ্বরের তৃণভূমি পড়ে আছে অনন্ত অবধি..
আমার করুণ দৃষ্টি আটকে যায় কাঁটা তারের মাঝে ,
খাঁচাতেই করি পাখি উদযাপন
মাছরাঙা চোখে মোহনা দেখি..
পরিচিত জ্যামিতি জুড়ে খুঁজে বেরাই হারানোর উৎসব ।
চাঁদের থেকে কলঙ্ক চুরি করি ভালোবেসে মাখাব বলে
শান্ত বাতাস মায়ের মতন ঘুম এনে দেয়
মনের হিসাব রাখি ক্যালেন্ডারের পাতায় ।
লিখে রাখি শেষ চিঠিটা ....
খামের গায়ে লাগাই সম্পর্কের ডাকটিকিট
আরো কুড়ি বছর পর তোমার ঠিকানায় ছুঁড়ে দেব বলে....
মৃত্যু শয্যায়
পৃথিবী শুয়ে যাত্রা করে স্বর্গদ্বারে ।।



বরফ চাকে স্বেচ্ছামৃত্যু
দ্বিখণ্ড বৈশাখ দুপুরে জানালায় বাতাসের প্রবল জ্বর ....
তপ্ত মরুর লু বুকে নিয়ে দুরন্ত তুমি,
অপার ভাবনায়  দীর্ঘ আকৃতি.....

ধুলোর সামিয়ানায়  ঢাকা পড়ে যায় পথিকের জাগ্রত ঘুম..
সময়ের আবর্তন দ্রুত বয়ে যায়...
নগ্ন আকাশের রুক্ষ সূর্য সঙ্গী করে কেটে যায় বিষন্ন বেলা ।
কাকের মত ঠায় দাড়িয়ে তৃষ্ণা নিয়ে তপ্ত রাস্তায় ...

হাজার বছরের ঘুম জমা দুই চোখে গুমোট নীরব অন্ধকার ..
হাজার বছরের কান্না এ শূন্য হৃদয়ে নোনা বৃষ্টির ঘ্রাণ ...

এভাবেই একদিন আসে বর্ষাকাল...
ভিজতে গিয়ে চিতার কাঠ
বরফ চাকে স্বেচ্ছামৃত্যু ।।



অনিন্দিতা চৌধুরী
শ‍্যামনগর

No comments:

Post a Comment