এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মন্দিরা ঘোষ




কবিতা




সাদা নৌকো

বুকের ভেতর আস্ত একটা নদী
        বর্ষা উপচানো জলে
           ভেসে যাচ্ছে আমার জনপদ
        যৌনতা উদারতা জীবন
             রংতুলি কবিতার খাতা
                              প্রিয় অবসর
খোলা জানলায় চেয়ে থাকা মন
 ঝেঁপে আসা বৃষ্টিপথে
   তোমার মিলিয়ে যাওয়া বিন্দুটি
স্বপ্নের অলিগলিতে পথ হারায়
রক্তে মিশে থাকা বিশ্বাসের
      পরতগুলো ভাসতে ভাসতে
                               সাদা নৌকো
নদী যেখানে শেষ হয়
  আঁচল পেতে দাঁড়িয়ে থাকি
    কুড়িয়ে রাখি রাশি রাশি সাদা রঙ




সমাধির গান

সিলিং ফ্যান স্তব্ধতাকে টুকরো করে
ভেঙ্গে রাখছে আলগোছে
ঠাণ্ডা চায়ের কাপের পুরু সর
প্রহর গুনছে ঢেউ ভাঙ্গার
নাটকের ঘণ্টাধ্বনি ঢং ঢং ঢং
সময়ের হাতে এখন রাতের কৃষ্ণচূড়া
লাল রং ঢালছে,
তৈরী হচ্ছে আগুনের ফুলকি
ছুটছে ভাসছে গড়িয়ে পড়ছে
ক্লান্ত বিড়াল মুখ গুঁজে একমনে
সারাদিনের লুকোচুরি খেরোর খাতায়
আঠালো ব্যথা নামছে ভাঁজে ভাঁজে
বয়স নামছে বিষণ্ণতা নামছে
ফাঁকা হচ্ছে আকাশ
অবসরের চাঁদ ঝাউবনের অন্ধকারে
ঝিঁঝিঁপোকারা রাতপোষাকে
ডানায় বাঁধা সমাধির গান




*****

No comments:

Post a Comment