এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শম্পা মাহাতো




কবিতা




ব্ল্যাকমেল

আদিম শূন্যতা প্রসঙ্গে
উঠে আসে কৃষ্ণগহ্বর
লিবিডো।

তুমি উপমা সাজাও
আমি ভ্রান্তি

আমার দুর্বল পঞ্চইন্দ্রিয়
শাস্তি পায় রোজ
সিক্সথ সেন্সের কাছে।

ভাঙন প্রক্রিয়া থামতে থামতে
শুরুটা ইতিহাস হয়ে যায়

বলো আমি কাকে বিশ্বাস করাবো
এই ব্ল্যাকমেল!




দিন যায়

আজও বসে আছি
যদিও তীব্র অনীহা ছিল তাও

ফেরা হয়নি।

পরিসংখ্যান বলছে,
ফিরতি পথের নক্সা বদলে
ঘর উঠেছে আকাশচুম্বী,
সে পথে মানুষ থাকে এখন
ঘরোয়া মানুষ।

কোন পথে কোথায় ফিরব আমি!


*****

No comments:

Post a Comment