কবিতা
দৈর্ঘ্যপথ
পথখানি হেঁটে হেঁটে চলে যায় মনের দুয়ারে
আঁকাবাঁকা চিন্তাধারার স্রোতও
যাতায়াতেরদৈর্ঘ্য পা-ফেলা শীতগন্ধে ভিজছে শিয়রে
ঝাঁপি
যুক্তি শলাপরামর্শকে ঝাঁপিতে পুরে নিও এখন
বাত্য জনজোয়ারের কার্নিশের ঝুলে
কালশিটেহিসেব চিন্তার খাতায় দাগ এঁকে দিচ্ছে
যুক্তি শলাপরামর্শকে ঝাঁপিতে পুরে নিও এখন
বাত্য জনজোয়ারের কার্নিশের ঝুলে
কালশিটেহিসেব চিন্তার খাতায় দাগ এঁকে দিচ্ছে
সৃষ্টিকথা
চাষের উদ্দেশ্যে একখণ্ড আকাশ কিনেছি
নাভির নীচে এক বিঘত দূরে
আনাড়ি হল্লার বুকে অতৃপ্তির হালচালনা
নতুন ফসলের গন্ধ গানের সুরে সুরে--
জীবন রাঙিয়ে দিলে এক মৌলিচাঁদের সুধা
এক একটা ঝরাপাতা এক এক সৃষ্টিতে
ঘুমন্ত চাঁদের বাটি উলটে চাষি অবিরত ভিজছে
চাষের উদ্দেশ্যে একখণ্ড আকাশ কিনেছি
নাভির নীচে এক বিঘত দূরে
আনাড়ি হল্লার বুকে অতৃপ্তির হালচালনা
নতুন ফসলের গন্ধ গানের সুরে সুরে--
জীবন রাঙিয়ে দিলে এক মৌলিচাঁদের সুধা
এক একটা ঝরাপাতা এক এক সৃষ্টিতে
ঘুমন্ত চাঁদের বাটি উলটে চাষি অবিরত ভিজছে
আলয়
আলোপোকারা কাঁচা চাঁদনির হাওয়াসুতোয়
রিপু করছে দুনিয়ার ফাটাফুটো কায়া
হেঁটে যায় শুধু সোনালি ছায়ার ওপর --
শান্তির চাষ শেষে হাসিমুখে চাষি ফিরছে ঘর
আলোপোকারা কাঁচা চাঁদনির হাওয়াসুতোয়
রিপু করছে দুনিয়ার ফাটাফুটো কায়া
হেঁটে যায় শুধু সোনালি ছায়ার ওপর --
শান্তির চাষ শেষে হাসিমুখে চাষি ফিরছে ঘর
বসন্তে সৌরভে
পলাশ বনে আগুন রাঙা চোখ
ডাকছে কাছে আয়রে কোকিল আয়
ডানাহীন ভোর মুকুল-ঝরা বুক
হৃদয়খানি রাঙিয়ে দিয়ে যায় ।
ফাগুন এলে আগুন মেখে যৌবনে
ফাগের দাগে মনখানি মাতালো
চৈতের হাওয়া ফুল ঝরালো বনে
শিমুল ফুলের আবীরে পথ রাঙালো।
সুখ না পেতেই হাতছানি দিয়ে যাস
থাকবি না তো এলেই বা তুই কেন?
রাঙা আগুন বুক জ্বালিয়ে থাক
রূপের নেশায় রঙ মাখিয়ে গেল ।
দুপুর রোদে , রাতের শীতল ছায়া
বুক জুড়ালো মন চাওয়া সেই হাওয়া ,
রইবি না তুই আর কতটা দিন হেথা
শূণ্য র'বে তোকে কাছে পাওয়া ।
××××××××
♢ নাসির ওয়াদেন পলাশ বনে আগুন রাঙা চোখ
ডাকছে কাছে আয়রে কোকিল আয়
ডানাহীন ভোর মুকুল-ঝরা বুক
হৃদয়খানি রাঙিয়ে দিয়ে যায় ।
ফাগুন এলে আগুন মেখে যৌবনে
ফাগের দাগে মনখানি মাতালো
চৈতের হাওয়া ফুল ঝরালো বনে
শিমুল ফুলের আবীরে পথ রাঙালো।
সুখ না পেতেই হাতছানি দিয়ে যাস
থাকবি না তো এলেই বা তুই কেন?
রাঙা আগুন বুক জ্বালিয়ে থাক
রূপের নেশায় রঙ মাখিয়ে গেল ।
দুপুর রোদে , রাতের শীতল ছায়া
বুক জুড়ালো মন চাওয়া সেই হাওয়া ,
রইবি না তুই আর কতটা দিন হেথা
শূণ্য র'বে তোকে কাছে পাওয়া ।
××××××××
♢ প্রযত্নে-সৌম্য জেরক্স স্টেশন রোড
♢ পোঃ মুরারই
♢ থানা-মুরারই
♢ জেলা-বীরভূম
♢ মোবাইল -8926625921
♢ পেশা -শিক্ষকতা
No comments:
Post a Comment