এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মধুমিতা মজুমদার



কবিতা




সময় হলে সবই খসে পড়ে!
ঐ যে গাছের সবুজ পাতা,
সেও তো একসময়
বিবর্ণ হয়ে খসে পড়ে!
ঐ যে বিশাল অট্টালিকা,
সময় হলে ওর গা থেকেও
একটা একটা করে ইঁট পড়বে খসে!
শুধু কি তাই!
সময়েতো জীবনটাও খসে যায়!
তাইতো মনে হয়,
খসে পড়ার স্বাভাবিক নিয়ম মেনেই
সম্পর্ক ও খসে যায় মনের আকাশ থেকে!!!


উজান

অনুভূতিরা প্রকাশহীন
আবেগের গতি রুদ্ধ প্রায়
নাবিক ছাড়া তরীখানি যেন--

আশা নিয়ে বসে থাকা,তবুও--
সমুদ্রে মুক্তি অবরুদ্ধ উর্মিলার।



নিশীথপাঠ

সবাই শুধু শান্তি পেতে আসে
      বিনিময়ে কিছু অশান্তি রেখে যায়,
আরও কিছু ভাঙাচোরা তোবড়ানো উপাখ্যান--
আমি তার রেশ ধরে জর্জড়িত হই
       চাঁদটাকে পাশফিরে ঘুম পাড়িয়ে---
তারাদের সাথে খুলে বসি বই।

মধুমিতা মজুমদার

No comments:

Post a Comment