কবিতা
তখনও
তখনো প্রেম ছিল,
বৃষ্টি ছিল আর
ছিল ভালোবাসার গন্ধ।
তখনো আকাশে তারা ছিল,
বাতাস মাদকতায় ভরে ছিল
আর ছিল আলোদের ছন্দ।
তখনো কবিতারা ভাষা পেত,
গদ্যরা পেত মিলন
আর অন্ধকার ও ছিল অদ্ভুত ভালো।
তখনো কিছু সবুজ ছিল,
ছিল লালচে হওয়া নতুন ভোর,
নিঃশ্বাস পেত সকালগুলো।
তখনো দুপুরে লাল কৃষ্ণচূড়া ছিল,
ছিল অমলতাসে ঢাকা পথ
তখনো গ্রীষ্মে বাউল মিশত।
তখনো আমি ছিলাম,
আমার সমস্ত অনুভূতি ছিল
আর ছিল আমার বসন্ত।
এলোমেলো
কথা মিশে গেছে সমুদ্রে কোন?
অতল গভীরে হারিয়েছে মন।
দূরের কোথায় দেখা যায় আবছা আলো-
যেখানে কারা যেন হাত ধরে হাঁটছিলো।
সন্ধ্যা নামছে গোধূলি শেষে,
প্রেম আসছে ভিখারির বেশে।
চোখের থেকে চোখ সরে যায়
গল্পের মাঝে সেই কথারা হারিয়ে যায়-
রাত নামছে শহরতলিতে,
এ পাড়া, ও পাড়া অলিগলিতে।
সৌমী ঘোষ |
খুব সুন্দর....
ReplyDelete