লিমেরিক
মেয়েবেলা
আজও পড়ে আছে ইস্কুলবাড়ি,আধভাঙা বিস্কুট সাইকেল
ফুরিয়ে গিয়েছে দিন,স্মৃতি আঁকড়ে কিছু রোদেলা বিকেল।
কোলাহল থেমে আছে
হৃদয় গহনে বাঁচে
প্রথম প্রেম,মেয়েবেলা আর প্রথম ছোঁয়া ছেলেটিকে।।
আজও পড়ে আছে ইস্কুলবাড়ি,আধভাঙা বিস্কুট সাইকেল
ফুরিয়ে গিয়েছে দিন,স্মৃতি আঁকড়ে কিছু রোদেলা বিকেল।
কোলাহল থেমে আছে
হৃদয় গহনে বাঁচে
প্রথম প্রেম,মেয়েবেলা আর প্রথম ছোঁয়া ছেলেটিকে।।
শেষ বসন্তে
মেঘ জমেছে আমার শহর জুড়ে,এই অসময়ে বৃষ্টি আসবে নাকি!
বসন্ত তো দিব্যি আছে রঙিন, চলে যাবার আর কটা দিন বাকি
বৃষ্টি আমার সত্তা জুড়ে বাস
বসন্ত তো প্রেমিক বারোমাস
শ্রাবণ দিনেও বৃষ্টি ছুঁয়ে গেলে,বসন্ত কে মুঠোয় করে রাখি।।
শ্রীকনা সরকার |
জন্ম ১৯৯২ সালের ১০ই ডিসেম্বর, উত্তর ২৪ পরগনা জেলার কাঁচড়াপাড়ায়।
আত্মপ্রকাশ হয় ২০০৫ সালে 'আনন্দমেলা' তে। ভালোবাসা কবিতা-বিরিয়ানি-দার্জিলিং।
পাহাড় আর কবিতার সাথে আত্মিক সম্পর্কে জন্ম নিয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ 'পাহাড়ি দিনে'।
এপিজে বাংলা সাহিত্য উৎসবে অনুকবিতা প্রতিযোগিতায় সম্মানিত হয়েছেন সেরা দশ নির্বাচিত কবি হিসেবে।
কবিতার জন্য পেয়েছেন চূনি কোটাল স্মৃতি সম্মান ২০১৭।
No comments:
Post a Comment