এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বৈশাখী চ্যাটার্জী



ছোট গল্প




কিছুটা ঝাপসা গল্প
       
    তখনও বিকেলের হাল্কা রোদ এসে পড়ছিল তিন্নি দের উঠোন জুড়ে । শেষ বিকেলের নরম বাতাস ছুঁয়ে যাচ্ছিল তিন্নির গোটা শরীর ।ঘুম আসছিল তিন্নির।

      সকাল থেকে ভাতের হাঁড়ি বসেনি ঘরে। বাবা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে । ঠাকুমার মুখেও কোন কথা নেই । তিন্নি কিন্তু ঠিক করে কিছু বুঝে উঠতে পারছিল না । শুধু বুঝেছে আজ সকাল থেকে তার মা ঘরে নেই । সবাই বলছে পালিয়েছে । কিন্তু তিন্নি কিছু বুঝতে পারছে না । ছোট্ট তিন্নি বয়স সবে সাত । মা ছাড়া তার পৃথিবীও কেমন একটা বেসুরো রঙে ভরে গেছে । একটা চুমু । একটু জড়িয়ে ধরে আদর কেউ করেনি তাকে সারাদিন । বাইরে প্রচন্ড গরম ছিল সারাদিন । খালিপেটে বিকেলের নরম বাতাসে চোখ বুজে গেল তিন্নির ।

          ঘুমের মধ্যে বেশ অনেকক্ষন কেটে গেছে -বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমেছে ঘরে।  তিন্নি দেখছে তার মা ফিরে এসে তার জন্য ভাত মেখেছে তাকে খাইয়ে দিচ্ছে । তিন্নি তার মা কে জড়িয়ে ধরে খুব কাঁদছে । কিন্তু হঠাৎ ঘুম ভেঙ্গে যায় দেখে সামনে বাবা । তিন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে , খাবার কিনে এনেছে বাইরে থেকে । তিন্নির ফেবারিট বিরিয়ানি ।



বৈশাখী চ্যাটার্জী

No comments:

Post a Comment