এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়




কবিতা




এরা কারা ?

আধারে  অধরা ছবি তোলা নিষেধ
পরিচয় ঘর পাল্টানো ভবঘুরে

সেই চোখ , সেই হাত , হয়তো সেই শিরদাঁড়া

চৈত্রের দাবদাহে তামাটে বলিরেখা
খিস্তির বন্যা বয়ে যাওয়া শক্ত চোয়াল

জামা পাল্টে রং পাল্টে  চালায় হুজ্যুতির নরক গুলজার
পাঁচটার সাথে ছয় যোগে ঝাঁক বেড়ে
বেড়েছে রক্তের চাপ

এদের বেহায়া  বললে ?
না না কিছু বলি নাই , কিছু শুনি নাই
টিকালো নাকে বয়ে যাক
বছর বছর লম্বা শ্বাস

শপথ অনায়াসে স্ব পথে
শান্ত অথবা দাপুটে শব্দে
রক্তের রং আছে আজও লাল

উঃ  কি প্রচন্ড গরম!
বিষাক্ত  বাতাসে আজ শরীর টা ভার
সি ও পি ডি পেসেন্টে ভরে যাচ্ছে হাসপাতাল

এরা সদ্যজাত নয় ......



মঞ্জু বন্দ‍্যোপাধ‍্যায় রায়

No comments:

Post a Comment