এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রাহুল গাঙ্গুলী




পরীক্ষানিরীক্ষা মূলক গদ‍্য




কয়েকমুঠো ঝিনুক উড়ানের পর

কসমোলজি ~
#####
[সমাধির মহাজাগতিক খোলোশ
(½)ফালি চাঁদের আকার।দেখি ~ Y^{∞}
                        মাছরাঙা নোঙর শুয়ে আছে]



প্যারাবোলা ~
#####
বিন্দুটি স্থির কিন্তু অস্থায়ী।এলোমেলো চারপাশ।অভিযোজিত রশ্মিজাল থেকে লম্ব টানলে ~ সেও পরবর্তী নিবর্তনের পর ৩৬০º।রশ্মিপাত ঘটে : কারনে বা অকারণে অক্ষচ্যুত নরক-বিভাজন।মুখ ফস্কানো ʎ : বিপরীত মেরু > 'X' অথবা '0'



রিগরমটিস ~
#####
পতপত্ করে পতাকা উড়ছে : যা আমাদের ওতপ্রোত তড়িৎ সন্ধানের আবেশ।পতাকা পাখির ঠোঁটে ~ তীব্র চিহ্ন : কাগজের পাখি।বলাই যায় বর্ণালি পেরেক ডিঙিয়ে [মহা-০ে] ঝুলতে থাকা চাপচাপ্ কৃষ্ণগহ্বর।ব্যারোমিটার অভিমুখ ~ 'X' | 'Y' | 'Z' : যা খুশি।তুমুল ব্যবচ্ছেদের পর গুছিয়ে রাখি অবশিষ্ট যন্ত্রাংশের ফসফরাস



ইথার ~
#####
আপাতদৃশ্য ~ সর্বভুক গাছ & বিশুদ্ধ % শেকড়।পেটের ভিতর অগ্নুৎপাত ~ দরজা / জানলা / মোড়োক / সিলিং ~ আদপে সবকিছুরই গলনশীল ঘুম।থকথকে নোয়া শুকিয়ে যায় ~ বুকে হাঁটা : পুঁজ-রক্ত-ঘাম ~ শ্রেণীবিন্যাস।কোনো তথাগত ছোঁয়া-র বিপর্যয় ~ পৃথিবী উল্টো ঘুরবে ঠিক



মেটামরফোসিস সিল্যুট___________
#####
থামতে-থামতেই @ কানাবর্ষা পথ।ভিজতে গেলেই প্রাথমিক শর্তটুুকু ~ দধিচীর অকালজাত কৃষ্ণগ্রহণ।এই মাত্র জলীয় অভ্যাস উড়িয়ে দিল পথিক।পথিক স্পর্শে ব্লাড ভেসেলগুলোর স্পর্শক বাতিল।যেনো কিছু 'অ'-কাল্ বৃত্তীয় গতিপথ।বাঁক বাড়ে ~ মেঠো পথের লাল-নীল কাদায় ছোপানো হয় গৈরিক সাইরেন ~ মনে করা যাক : ফুলগোছা চূষে নিচ্ছে আতসজল ~ মোমঘর ~ তরল উষ্মতা সর্বাধিক




বেলোয়ারি অনুকাচ__________
#####
ক্ষতো উপশম ~ বিষহরী মনসুনে চোখ পড়লে : শার্শি % ফেটে % ~ [ক্রসিং লিমিট্] & [থিয়োট্রিক্যাল]।পারমাণবিক {-} ~ বুঝি না রোজনামচায় পোড়া রোদের রেশমি আড়াল।চুলের গন্ধ ~ মৃত্যুুর ঠিক আগের মুহূর্ত / জন্মদাগেরও আগে।এই যে গলে যাওয়া নটিক্যাল তারা ~ পুঁজ জমে আছে : ব্যাসার্ধ খসার আগে কাকতাড়ুয়া প্রোজেক্টাইল্ ~ প্রোজেক্টর : আদিম মানুষ তৈরি হচ্ছে বেপরোয়া সহবাসে ~ ঠিক যেমনটি বিসর্জন জোটানোর আগে থলথলে খুচরো ঈশ্বর {রোমশ}




এক্সোসিজম্ vs অ্যানার্কিজম্ ________
#####
আমাদের সৃষ্টি ~ বিচূর্ণ অজগরের পেট থেকে।অজগরটির জন্মদায়ক আমি।আমি ≠ আমাদের।অজগরের প্রাথমিক খাদ্য আপেল & তার সাথে লুকিয়ে রাখা মিত্রপক্ষের হেইল্ হিটলার।আপেলটি ঈষৎ সবুজাভ ~ যা কয়েকটি যৌথ জরায়ু-র রং।জরায়ু খামার ~ যে কোনো ফসিল অনিয়ন্ত্রিত : শুনতে বা দেখতে বেশ।টকটকে টকটক্



পোস্ট |পোস্ট-মডার্ন| পরবর্তী শিলালিপি _______
#####
আবহ ||?|| ~ ইস্তেহার / ইস্তেমাল \ ইন্তেকাল
¢¢¢¢ ইন্তেজার ^ বুভুক্ষা ~ মিডলটার্ম পায়রা
শৌচাগার ~ আস্ত খাসী ~ ঠাঁটানো : পুংবীর্য-খোল
খোলোশে গ্যাম্বলিং : আজ্ আস্ত পোস্ত-বড়া।খুন্
মুরুংডিহির মহুয়া থেকে কিম্বদন্তী মারাংবুরু।ক্রমশঃ ভেসে ওঠা ব-দ্বীপ ও বোতাম ~ ১ম সংষ্করনের আদিম নামান্তর ~ ঠিক যেমন তীরবিদ্ধ লড়াকু ✈ [বিপরীত স্খলনাঙ্ক ~ ধূম জ্বর ~ হিরোশিমা / নাগাসাকি ~ হেলিপ্যাড্ ~ উল্লাস



ভিশন ^ [শস্যক্ষেত্র]_________
#####
আজ ১০/০৪/১৮ ~ সকাল ৯-২৭ ~ ফায়ারিং স্কোয়াড ~ 303 বুলেট ~ হাড়হিম ~ কাঠ ~ উড়ালপুল।জ্বলে গেলেও ~ জায়গাটা আগামীকাল ভৌত চারণক্ষেত ~ খোঁড়া হবে দরদাম ~ লাঙল ~ নীলনীল্ নীলচে ঘাস ~ ডায়রি-র পাতাটুকু ~ এস্কিমো ~ কেবল শরীরতন্ত্র অখন্ড নয় ~ আরো কিছু ~ ফেরতা খরচ মেটানোর পালা ~ বৃষ্টি [ঝিরঝিরে] বৃষ্টি ~ মাটি থেকে জন্মকালীন '০' ~ আজন্ম জলবায়ুহীন ~ খন্ডিত তাপমাত্রা (-√{0}℃) ~ ℅ গলনশীল [ঘুম ÷ বরফ]


শব্দরূপ : রাহুল



রাহুল গাঙ্গুলী


No comments:

Post a Comment