এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

কৃষ্ণেন্দু দাসঠাকুর




কবিতা




অস্তিত্বের অধিকার

রাতের শহরের ট্রাফিক যেখানে লাল
সিগনাল দেয়
রঙবেরঙের নানান ছাঁচের মুখোশ যেখানে
হুমড়ি খেয়ে পড়ে
সমস্ত মঞ্চের ফ্ল্যাগ, প্রতিবাদীর প্লাকার্ড, স্তাবকতার টেবিল স্তূপাকৃত হয়
জন্ম নিল না। ঢাকা চৌবাচ্ছায়। বেজন্মা
দিনের আলোয় বড়ই বেমানান
আচ্ছা সারারাত তাহলে...
আলমারি থেকে বেরিয়ে এল--
কেচে, ইস্ত্রি করে, পাট করে রাখা
সাদা কুর্তা



সাপ-লুডো খেলা

প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অফিস থেকে ফিরে, বেশ আছি জানার পর : তুমি হাত, মুখ ধুয়ে তোয়ালে নিলে। ফ্লাস্ক থেকে ঢেলে নিলে কফি। নিরর্থক ব্যাস্ততায় মেকাপ আয়নায় চুলগুলো আঙুলের ফাঁক গলে যাচ্ছে। এবার শুরু হবে সাপ-লুডো খেলা। এখন আর আলাদা করে কিনতে হয়না। তোমার ছেলের বৌমা ডাউনলোড করে দিয়ে গেছে। ও, হ্যাঁ, আমারও বৌমা। 'পুতুল নাচের ইতিকথা'র উপর অনাবশ্যক চেপে গেল তোমার দামি হ্যাণ্ডসেট। আবার আগের মতোই মই বেয়ে তুমি তরতর করে উঠে গেলে --নিরানব্বই। আমায় আবার সেই বড় সাপটা...। কুট পড়লেই তোমার উঠবে আর আমার আবার নতুন করে...। তুমি উত্তেজনায় ঘনঘন হাততালি দিচ্ছ। সোফা, ডাইনিং টেবিল, আবার তোমায় ফিরিয়ে দিচ্ছে...এবারও তুমিই জিতে গেলে


কৃষ্ণেন্দু দাসঠাকুর।

গ্রাম+পোঃ- কান্দরা
জেলা- পূর্ব বর্ধমান
সূচক:৭১৩১২৯

No comments:

Post a Comment