এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুরূপা পালচৌধুরী




কবিতা
(কবিতার ল‍্যাব)





[শিকড়]মাত্রিক সমীকরণ
----------------------------------------------
০৫/০৪/২০১৮
দুপুর - ১.৪০
রাণাঘাট

১ আকাশ বুক পেতে দিলে কটা কালেক্টারি জমি ঘুরে উঠে আসে রক্তে ভেজা ৫ খানা সাদা চাদরের পিরামিড। মধ্যবিন্দুর গভীর গর্ত থেকে অশোকের গন্ধ ধাতস্থ করে প্রতিটা কোষের নিউক্লিয় বিভাজনকে।এবড়োখেবড়ো বাতাসের পায়ে ঝুরো পরাগের বারুদ লাগলেই আমি খুঁজে নেই মরা অন্ধকার।আমার বাসভূমি।পচাগলা ভ্রূণের অবশিষ্ট হৃদপিন্ড।২টো প্রহর।কিছু বাসি বৃষ্টির ফোটা।উপরে ফেলা চোখের ডিমে আবার দেখি লাল চাদর।ভেজা পিরামিড।ঝাঁঝলো গন্ধ।বৃত্তাকার কালো জল থেকে জলে উড়ে চলে ১টা পোড়া রাস্তার জরায়ু।



০৫/০৪/২০১৮
দুপুর - ২.৪৫
রাণাঘাট

৩টে কাটা ১সরলরেখায় ১৮০° উপবৃত্তাকারে উপুড় হয়ে স্বাদ• খুঁজতে থাকে।পিঠের চামড়ায় শুকিয়ে থাকে গতদুপুরের এঁটো ছায়া।ছায়ার উপর ছায়া।জলের উপর জল।ভাতের উপর ভাত।দলা রোদের বমি ঘেঁটে বার করি ১টা আস্ত সূর্য।পুড়ে যায় শব্দ।অক্ষর।মাত্রা।সময়।১|২|৩... ১২।ত্রিকোণ কাচে উল্টো পথ হাঁটি।খড়খড়ে আঙুল বোলাই মসৃণ পেটে।১টা নাভি পুষে রাখি পুকুর কেটে।ভারহীন যোনি খুঁড়ে সস্তার বিকেল বসিয়ে দিই।দেওয়ালের মজ্জায় লেগে থাকে বিড়ালের পুষ্টিগত গন্ধ।লেজের ডিভানে '৯' বয়ে গেলে দৃশ্য পুড়ে ছাই হয় শ্যাওলার পশ্চিম পাড়ে।



*****

No comments:

Post a Comment