এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পৃথা রায় চৌধুরী




কবিতা



ঢোঁক


না খেয়ে দিন চল্লিশ, তুমিও জানো
খিদে পায় চল্লিশ হাজার রকম
...তোমারও

জানালা খোলা দেখে নিঃশব্দ খাওয়া?
সে ভারি অত্যাচার, সে ভারি...
দূর! যা হয় হোক।

নাম খুঁজতে কাগজ লাগে এখন,
তবে কিসের জোরে ফিনকি...
ছুরিতে শান নেই, ছুঁচ সই!

যতো আড়াল করো, সচেতন
ঠেলে দাও ক্ষমাহীন খাদে
গোলাপী খামে নুন অথই...

সাঁতার জানা নেই।





আমানত

নথেই আটকে রয়ে গেল যে সব প্রবৃত্তিরা
সাহস অকুলান, তাদের দেখে মুচকি দিয়ে যায়
মেঘমুখী প্রাণের দল...

মানুষ মানুষ জানলা খুলে দিতেই
গড়িয়ে পড়ে তাবৎ ময়নাতদন্তের সন্ন্যাসী দাগ

হিমাঙ্ক তখনো স্বোপার্জিত শরীরগন্ধে বেভুল
চাঁপা ঝরে পড়ে সোঁদা রাতআঁচলে
শ্রান্ত দেখে না বালিশে কান্নার ওম

ভোরের আলোয় যে সব ভোঁ জাগে
তাদের মাঝে কার হঠাৎ থমকানো যাতায়াত

ফেরার অপেক্ষায়, নথে প্রিয় গজল
ওরা বোঝেনি... বোঝে না।




*****

No comments:

Post a Comment