কবিতা
আবর্জনা
এই পৃথিবী এক ডাস্টবিন নয় । আবর্জনা ফেলবেন না ।
এখানে মানুষ বসবাস করে ।
এখানে স্বপ্ন সত্যি হয় কুয়াশা , বৃষ্টি , ঝড়ে . . . .
আবর্জনাগুলো নিজের ভিতর পোড়াতে শিখুন
ছড়াতে নয় -- আবর্জনাগুলো পোড়াতে শিখুন ।
সম্পদ
পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য সম্পদ :
মানুষ, মানুষ, মানুষ. . . . . . .
পৃথিবীতে সবচেয়ে দুর্লভ সম্পদ :
কোটি কোটি মানুষের ভিতর দাঁড়িয়ে
খুব বেশি নয়, খুঁজে পাওয়া ---
শুধুমাত্র একটি মানুষ !
অনন্য বন্দ্যোপাধ্যায় |
কবি পরিচিতি
কবি নই -- একজন কবিতা লেখক,
যার কবিতার সাথে ঘর- সংসার ।
সম্পাদক --কবিতার রঙবেরঙ সাহিত্য পত্রিকা ।
বসবাস বীরভূমের লাভপুর ।
পেশায় শিক্ষকতা আর নেশায় কবিতা, গান, কবিতা আবৃত্তি ।
No comments:
Post a Comment