এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

চন্দ্রানী পাল




কবিতা



আজ.....ও

তোমায় আমি ভুলে গেছি
ভুল ভেবেছো...
হৃদয়জুড়ে যেমন ছিলে
তেমন ই আছো..।

ছুঁয়ে দেখো,মনের মাঝে
আমি ই আছি
দূরে নয়,মনের বড়ই
কাছাকাছি...।

চোখের জল লুকিয়ে রেখে
মুখে হাসি..
স্বপ্ন -স্রোতে ভাসতে আজও
ভালোবাসি..।

জানি তুমি অনেক ভালো
বাসতে জানো,
গোলাপে যে কাঁটা থাকে
তা..তো..মানো।

তোমার বুকের কষ্ট ধরি
চোখের পাতায়,
ব্যথা আর আবেগ বসে
মনের খাতায়..।

কষ্ট গুলো যায় কি লেখা
সহজ করে,
মন যে কেঁদে গুমরে মরে
অন্তঃপুরে..।

ভালোথাকার সুনীল আকাশ
তোমায় দিলাম,
কষ্টগুলো শুন্য বুকে
ভরে নিলাম..।

রক্তক্ষরণ বুকের মাঝে
আমার ও হয়...
তোমার কষ্ট আমার মনে
ঢেউ তুলে যায়..।।




তুমি বললেই.....

তুমি বললেই রাত ভোর হয়
তুমি বললেই সন্ধ্যা,
তুমি বললেই ফুল ফুটে ওঠে
গোলাপ, রজনীগন্ধা।

তুমি বললেই চোখ ভরে জলে
তুমি বললেই হাসি
তুমি বললেই বাউলিয়া মন
বাজাই মধুর বাঁশি।

তুমি বললেই রাত কেটে দিন
সূর্যি ওঠে পাটে,
তুমি বললেই রাধা এখনও
যায় যমুনা ঘাটে।

তুমি বললেই শিশিরে শিশিরে
ভিজে ওঠে সব ঘাস,
তুমি বললেই জোনাক,তারারা
আলো দেয় বারোমাস।

তুমি বললেই গোলাপ,বকুল
কলি থেকে হয় ফুল,
তুমি বললেই মন উচাটন
করে ফেলে সব ভুল।

তুমি বললেই পলাশ,শিমুল
হয় আরও লালে লাল,
তুমি বললেই লাজুক আঁখি
লাল হয় দুটি গাল।

তুমি বললেই শব্দেরা সব
ফুল হয়ে ফুটে ওঠে
তুমি বললেই মন-মধুকর
মধুর লোভে জোটে।

তুমি বললেই সুখ-দুঃখের
সকল অবসান,
তুমি বললেই পাখিরা গায়
সুমধুর কলতান।

তুমি বললেই অবুঝ মন
মেলে ইচ্ছে ডানা..
তুমি বললেই আকাশেতে পাড়ি
নেই আজ কোনো মানা।।



চন্দ্রানী পাল

No comments:

Post a Comment