এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনিরুদ্ধ সেন




কবিতা



মাছ

বর্ষার সব উপকথা ওরা জানত
উতল স্রোতের খাদে ছিল প্রাণ প্রাণান্ত
ওরা গৃহী, নঙ-বহুব্রীহি, হাঁসফাঁস কানকো
খাল বেয়ে মেঠোপথে, পোয়াতি মাছেরা

তিরতিরে জলে, ঘাস ঘাস ছুঁয়ে মুক্ত জরায়ু
ধুয়ে ধুয়ে রেখে যাওয়া, থুয়ে থুয়ে বীজ
গর্ভ ছিন্ন গর্ব বংশ সম্বল, সাধ, প্রাণ হতে পরমায়ু
আল ঘেঁষে ধানখেতে শুধু জলজ স্বপ্ন সজীব

পর্যুদস্ত বিহ্বল পাখনা, পেতে রাখা জালে
সাহসের পথে পথে সূক্ষ্ম সূত্রের ধূর্ত সে টানে
হুতাশীর শ্বাস বাধে ফাঁসে, জন্মান্তর অবকাশে
শেষমেশ শয্যা রচিত হয় দখলের ডালায়,
                   একদিন সন্তানসম্ভবাও লালসার বাজারজাত হয় ।



মান(শূন্য)চিত্র

সংঘর্ষ-বিরতি চলে, থামে না খতমের খতিয়ান
সমস্ত প্রহর নি:ছিদ্র পাহারা বা দমন-অভিযান
ছদ্মবেশ, জেহাদ, জঙ্গি, অনুপ্রবেশ অতর্কিত
অবিরত ঘৃণার পাথর অথবা বন্দি-অত্যাচার
সন্দেহের বারুদ-নল সারাক্ষণ চোখ ,তৎপর

সংবাদ শুনতে শুনতে আমি জাহান্নামে চলে যাবো
নিয়মিত কাঁধে চড়ে ফিরবে সৈনিকের যৌবন-কফিন
মর্গে পড়ে থেকে পচন ধরবে আততায়ীর মানুষ-শরীর
কাঁটাতারের উপর দিয়ে তখনও উড়ে যাবে মেঘ-পাখি
ডানা দু'টো যার বাতাসের থেকে হালকা,
                        আর আমার চেয়ে সৌভাগ্যবান ।



অনিরুদ্ধ সেন (সুব্রত)

গ্রাম ও পোষ্ট -ধর্মপুকুরিয়া
বনগাঁ, উত্তর ২৪ পরগনা

No comments:

Post a Comment