এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পারমিতা চক্রবর্ত্তী




কবিতা



অতীত

সত্যিই আর কিছু বলার নেই
সাইকেলের রড থেকে ঝুলে পড়ছে কলকবজা
পুরানো চড়া মবিলের গন্ধে ভেঙে যায় দাম্পত্য

হলুদ মাঠ
ক্যাচক্যাচ শব্দ হাঁক দেয় গোটা ইষ্টিশান

হাওয়ায় ওড়ে গুড়ো চুল

দুপুরের ভেজা ঘাম মিলিত হয় কাপড়ের ভগ্নাংশে
ঠিক যেমনটি  তোমার সাথে কাটানো শেষ রাত্রিবাসের মত

তুমি কি এখনও চৈত্রের চিলেকোঠায়  থাক !




ঈশ্বর

এ দেশে ঈশ্বর বিক্রি হয় অলিগলিতে
চারিদিকে বস্তা বস্তা লাশেদের পাহাড়
এ জমি , এ মাটি কোনটাই আমার নয়

না !
আর কোন শব্দ অাসছে না
তোমাকে এখন আল্পস পর্বতের মাথার বরফের মত দেখতে লাগে

একদিন আমি ঈশ্বর হব সে দিন ধর্ম বলে কোন নাম থাকবে না




****

No comments:

Post a Comment