এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শিল্পী গঙ্গোপাধ্যায়




ছড়াক্কা




স্মৃতিময়

সেদিন, লাল পলাশে রঙ মেখেছি
ফাগ-ফাগুনে তুই,
ভুল-ছোঁয়া অভিমানে
তুই বহুদূর...তবু
হৃদয়বৃন্ত ছুঁয়ে
সেদিনের স্মৃতি, যত্নে রেখেছি ।।


  

নতুন ভোর

চৈতি বিকেল, বকুল সন্ধ্যা তোর
গন্ধে মাতন
ছন্দে পতন
বৈশাখী ঝড়
যেটাই ঘটুক…
চাইলে দেবো,একটা নতুন ভোর।।



হনন

পুরনো সে দিনের কথা কেমন করে ভুলি
পাঁচশো টাকা বাতিল হল
কেঁদে মরেন হরি,
দশের বেশি থাকলে নাকি
টানবে জেলের ঘানি…
তাই কি হরি, নিজের বুকে, নিজেই চালান গুলি?


সমবেত

ভুলগুলো যদি ফুল হয়ে ফোঁটে
দুঃখগুলো, সুখ
বেসুরগুলো সুর
হয়ে যায়, আয়না তবে
একসাথে সব জুটি…
যেমন মধুর লোভে মৌমাছিরা জোটে



শিল্পী গঙ্গোপাধ্যায়

No comments:

Post a Comment