কবিতা
প্রতীক্ষা
" ওই টা আমাদের বাড়ি ", যেতে যেতে কথাটা দিয়েছিলে ছুঁড়ে ,
আমি দেখেছিলাম তোমার বাড়ি আমার বাড়ি থেকে এক ল্যাম্পপোষ্ট দূরে ।
কিন্তু তোমার বসন্তের কোন কথা ,কোন কবিতা ,
আমাকে শোনাও নি কখনই তা ।
কাঁটাই নি দুজনে কখনো কোন অনুষ্ঠানে আনন্দে ,
না মনে পড়ে না, কাটিয়েছি একসাথে কোন এক সন্ধ্যে ।
কতো মানুষ তো অপেক্ষা করে
কতো কষ্ট করে নাকি এক আলোকবর্ষ ধরে ?
আমার প্রতীক্ষার কষ্ট তো থাকে ওই মাত্র
তোমার বাড়ি থেকে এক ল্যাম্পপোষ্ট পরে ।
" ওই টা আমাদের বাড়ি ", যেতে যেতে কথাটা দিয়েছিলে ছুঁড়ে ,
আমি দেখেছিলাম তোমার বাড়ি আমার বাড়ি থেকে এক ল্যাম্পপোষ্ট দূরে ।
কিন্তু তোমার বসন্তের কোন কথা ,কোন কবিতা ,
আমাকে শোনাও নি কখনই তা ।
কাঁটাই নি দুজনে কখনো কোন অনুষ্ঠানে আনন্দে ,
না মনে পড়ে না, কাটিয়েছি একসাথে কোন এক সন্ধ্যে ।
কতো মানুষ তো অপেক্ষা করে
কতো কষ্ট করে নাকি এক আলোকবর্ষ ধরে ?
আমার প্রতীক্ষার কষ্ট তো থাকে ওই মাত্র
তোমার বাড়ি থেকে এক ল্যাম্পপোষ্ট পরে ।
তখন বৃষ্টি ছিল
তোমার আসার কথা ছিল ,
আসলে তোমাকে আসতেই হতো কোন না কোনোদিন ,
অপেক্ষায় ছিলাম , অপেক্ষার সময়
ছিল যেন অন্তহীন ।
দীপ জ্বালা হয়েছিলো , আলো ঝলমলে পরিবেশ ছিলো ,
মুখে হাসি সবার লেগে ছিল প্রচ্ছন্ন ।
তুমি এলে বৃষ্টিও এলো , এলে বৃষ্টিস্নাত হয়ে ,
সর্বাঙ্গে লাগা ফোঁটা ফোঁটা বৃষ্টির চিহ্ন !!
শৈবাল পাল |
Darun.
ReplyDelete