কবিতা
আমি কখনো ভালো আর্টিস্ট হতে পারিনি
১
আমি কখনো
ভালো আর্টিস্ট হতে পারিনি
ক্যানভাস সাজিয়েছি
রঙ মিশিয়েছি
একের পর একটা
কিন্তু
গড়ে ওঠেনি
কোনো কলাকারি
২
নির্জন সাগর পাড়ে
মেতে উঠেছিলাম
ক্যাসেল তৈরি খেলায়
জল বালি দিয়ে
দাঁড় করাতে চেয়েছি অবয়ব
ক্যাসেল গড়তে গিয়ে
গড়ে তুলেছি একটা ভাঙা বাড়ি
৩
উন্মত্ত ঢেউ
এগিয়ে আসে
ভাঙা বাড়িটার দিকে
আমি বালি বাঁধ দিতে থাকি
ব্যর্থ হয় বাঁধ
ধুয়ে যায় ভাঙা বাড়ি
পড়ে থাকে
এক টুকরো অবশেষ স্মৃতি
****
No comments:
Post a Comment