এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুমনা পাল ভট্টাচার্য






কবিতা



পূর্বাভাস

ঝড় আসবে মনে হলেই বুকের উঠোনে বিশাল গাছটার
লুটিয়ে পড়ার প্রচন্ড শব্দে শিরামুখে ফাটল ধরে..

শিকড় ছিঁড়ে যাবার যন্ত্রণায় ডালপালাগুলো দপদপিয়ে কেঁপে উঠলে জ্বলন্ত দাবানলের গভীরে উত্তাল হয় লাল নদী, ফুটে ওঠে বোবা কান্নার নিস্তব্ধ কোলাজ।
:
আবার বাতাসে ঝড়ের গন্ধ...
দুচোখে গান্ধারীর বাস তো সেই কবেই, তবু আবরণ ভিজে গেলে বুঝি -
এক সমুদ্দুর ভাঁটার ভিতর আজও ঘুমিয়ে আছে বড় অবাধ্য  বিস্তীর্ণ লাল বালিয়াড়ি....




জড়তার স্পন্দন

অজন্তার দেওয়ালে পিপাসার অসুখ
ইঁট থেকে ইঁটে কঠিন যক্ষা ছড়িয়ে পড়লেই তালুর গায়ে রক্ত-বমি..
রতিসুখ বাসি চাদরে দেবশিশুর মতোই প্রাঞ্জল।
প্রতি সঙ্গমের চোখে লেগে আছে বাঙ্ময় অশ্রু..
:
ইতিহাস জানে, ডানা ভাঙা কুমারী শরীর মাটি কামড়িয়ে কেমন করে বাঁজা হয়ে ওঠে
 ‎ দেওয়ালের চোখে ঝাপসা ধুলো , নষ্ট ভ্রূণেও একদিন সবটুকু প্রাণ ছিল....


সুমনা পাল ভট্টাচার্য

No comments:

Post a Comment