এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

জয়ন্ত দত্ত



কবিতা




বসন্ত গাঁথা

একটা আস্ত জীবন দেবে বলে ক্ষত বিক্ষত হচ্ছে
যে প্রেমিক, তাকে তুমি ক্ষমা করে দিও ...

সারা গায়ে বসন্ত মেখে পলাশ অপেক্ষায়
নিরাভরণ শিমুল সময় চেয়ে নেয় আগামী শীতের কাছে

কথা দেয় ... ফিরবেই!!





ইলুমিনেশন

আশৈশব পুতিগন্ধময় অন্ধকার ঘরে থাকা আমার পৃথিবী। প্রায়শই হাঁসফাঁস করে একচিলতে আকাশের জন্য। চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটির মাঝে খুঁজে বেড়াতাম একটু শান্তির আকাশ। একজন আঁকার মাস্টারমশাই প্রথম আমাকে বহির্বিশ্বের খবর দিলেন। শক্ত করে প্রাণপণে ধরি তাঁর হাত। সেও কচি হাতটা আঁকড়ে ধরে। ভাবনা চিন্তার জটগুলো ঘুড়ি হয়ে আকাশে পাক খেতে লাগল। সাদা কাগজ আর পেন্সিল নিয়ে পড়ার টেবিল আলো করে বসে থাকি। দেখি অন্ধকারগুলো আর আমাকে গিলে খেতে আসে না। আমি তখন একটু একটু করে অন্ধকার থেকে আলোর পথে…


*****

No comments:

Post a Comment