এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পৌলমী গুহ




কবিতা




যারা দিন হয়ে এসেছিলো


এক
আমায় উল্টে-পাল্টে সেঁকে নেয়
কাব্যিক ঘ্রাণ।
দূরে শহর নামে,জলীয় হয় অভিমান।
বুকের মরা থেকে ছেনে নিয়ে,
তোমার বেতারে ঠেলে দিই শুদ্ধ ধৈবত।
বিষণ্ণতা পাশ ফিরে শোয়।
শুধু মধ্যরাতে জলকেলি করে
ব্যর্থ আবেগ।

দুই
এখন অনন্ত হও।
মুগ্ধ।
পাতাজুড়ে তোমার
ভুল সংশোধন।
এখন তিস্তা হও।
বিকেল হও।
অথবা,
মোচড় হয়ে ফুসস হয়ে যাও!

তিন
আমি রাত্রির চোখে তোমার মূর্তি রেখে
আরো
আরো
আরো
এবং কিছু নয়...


*****

2 comments:

  1. ভীষণ সুন্দর

    ReplyDelete
  2. দারুণ হয়েছে রে ... চালিয়ে যা....

    ReplyDelete