কবিতা
হিজিবিজি
হ্যাংলা যত কূপমণ্ডূক,ওরা আমার সঙ্গ না।
এটা নিছক আত্মকথা, সমালোচনার অঙ্গ না।
আসলে তাঁরা ব্যাক্তি হিসাবে কেউ ততটা মন্দ না।
হতেও পারে তোমার আমার
ভাবনা টা পছন্দ না।
অতর্কিত রোজ অঘটন
চোখ দুটো তাই বন্ধ না।
বিবেক নামক যে বিচারক
আইন সে তো অন্ধ না।
হ্যাংলা যত কূপমণ্ডূক,ওরা আমার সঙ্গ না।
এটা নিছক আত্মকথা, সমালোচনার অঙ্গ না।
আসলে তাঁরা ব্যাক্তি হিসাবে কেউ ততটা মন্দ না।
হতেও পারে তোমার আমার
ভাবনা টা পছন্দ না।
অতর্কিত রোজ অঘটন
চোখ দুটো তাই বন্ধ না।
বিবেক নামক যে বিচারক
আইন সে তো অন্ধ না।
বৃষ্টি
আবারো এমন বৃষ্টি এলো ঘুণ ধরা এক রাতে
শ্যাওলা জমা শুকনো মাটি একলা ম্যাজেন্টাতে।
আবারো এমন বৃষ্টি এলো চেনা শাড়ির অঞ্চলে
ডুব সাঁতারে আধভেজা চাঁদ
এক উঠোন জমা জলে।
আবারো এমন বৃষ্টি এল খোলা নিকষকালো চুলে
চুইয়ে ছুঁলো একফোঁটা জল
অগভীর নাভিমূলে।
আবারো এমন বৃষ্টি এলো কৃষ্ণচূড়ার গায়ে
নিভৃতে কার গান ছুঁয়েছে চেনা সুরের অন্তরায়।
আবারো এমন বৃষ্টি এলো ঝোড়ো নির্জনতার সাথে
ভেজা কার্নিশ থেকে জঙ ধরা গ্রিল একলা জানলাটাতে।
#গুপ্ত_যাপন
আজকাল তাই একাই থাকি।
গান শুনি আর গল্প পড়ি ;
মাঝ দুপুর আর দোলনা চেয়ার
গা এলিয়ে স্বপ্ন আঁকি।
আজকাল তাই একাই থাকি....
একাই থাকি বিষন্নতায়, প্রেমকাব্যের আদর খাতায়,
শুকনো ফুলের পাপড়ি ভেজাই
আতরমাখা জলে।
স্প্রে কিনেছি বাজার থেকে,
গন্ধ টা ঠিক বজায় রেখে,
গায়ের পাশে উড়তে থাকা মায়ের আঁচলের।
আজকাল তাই একাই থাকি চোখের কাজলে........
আজকাল এক তৃপ্তিদায়ক
নিজের মনের খোজ,
নতুন করে হাসতে শিখি কান্না মুছে রোজ।
ধুলোর পরত পড়তে থাকে বৈশাখী এক ঝড়ে,
এক নিমেষে বন্যা আসে
শেষ সোহাগের ঘরে।
পারমিতা ঘোষ |
উত্তর ঘোষ পাড়া
চাকদহ, নদীয়া।
No comments:
Post a Comment