কবিতা : সাধারণ বিভাগ
অন্যতম খাতার পাশে মেঘ...
ভীষন দারুন সময়
চৌরাস্তায় হাত তুলে দাঁড়িয়ে আছে
স্পর্শ করা উন্মুখ দুজনার আকাশ
ভালবাসা খৃষ্টপূর্ব কন্ঠস্বর বুকে নিয়ে
চৌরাস্তায় হাত তুলে দাঁড়িয়ে আছে
স্পর্শ করা উন্মুখ দুজনার আকাশ
ভালবাসা খৃষ্টপূর্ব কন্ঠস্বর বুকে নিয়ে
এলে
অবয়বে সমুদ্র জাগে
তোমাকে লিখে ফেলে ভুল বানানে
ভালবাসা এখনো রচনা করেনি
তোমাকে লিখে ফেলে ভুল বানানে
ভালবাসা এখনো রচনা করেনি
মুচকি হাসি দিয়ে যেদিন
প্রেমিক পাখিহীন পালক কুড়িয়ে পাবে
সেইদিন
ঠিক
প্রবল জলোচ্ছাসে
নিসর্গের পদপ্রান্তে
সূর্যের পাঁজরে মুখোশ ছিঁড়ে
সেইদিন
ঠিক
প্রবল জলোচ্ছাসে
নিসর্গের পদপ্রান্তে
সূর্যের পাঁজরে মুখোশ ছিঁড়ে
অন্ধকারের লেখা হবে ভোর
পয়মন্ত ভালবাসা,চিরহরিত্!
(চুপচাপ দুপুর,গলিপথ
১০ই জানুয়ারী,২০১৭)
১০ই জানুয়ারী,২০১৭)
আপনার জাদু চিনে নিতে...
বিবর্ণ ঘাসের পরে আবার ঝরে পড়ে শিশির,কোথায় হারায়ে গেছো তুমি কখন।নিরাময় অদিতির ক্রোড়ে ইতর ফানুস,প্রেমের ঋতুপরিবর্তনের মতো,এলাচ নারী আজ সময়ের আধার।
তুমি কখন গেছো হারায়ে কোথায়!
তুমি কখন গেছো হারায়ে কোথায়!
(স্নানঘর,মধ্যদুপুর
১১ই জানুয়ারী,২০১৭)
১১ই জানুয়ারী,২০১৭)
******
শৌনক দত্ত
বাইশগুড়ি মানব কল্যাণ সংঘাশ্রম
বাইশগুড়ি,নিউকোচবিহার
কোচবিহার-৭৩৬১৭৯
মোবাইল- 90735-49468
মেইল- snkdtt@gmail.com
******
No comments:
Post a Comment